Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জুলাই ২০২৪

মাননীয় অধ্যক্ষ

ক্যাপ্টেন আতাউর রহমান

অধ্যক্ষ,

ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট।

 
ক্যাপ্টেন আতাউর রহমান ৮ সেপ্টেম্বর’ ২০২১ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ১৬ই ফেব্রুয়ারী’ ২০২২ তারিখে অধ্যক্ষ হিসাবে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে তিনি ১২ মার্চ’২০১৩ তারিখ হতে এ ইন্সটিটিউটে চীফ নটিক্যাল ইন্সট্রাক্টর হিসাবে দায়িত্ব পালন করেন। এ পদে কাজ করে তিনি ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

          ক্যাপ্টেন আতাউর রহমান ৪ জানুয়ারী’১৯৭৫ তারিখে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব হাফিজুর রহমান এবং মাতা মরহুমা পেয়ারা বেগম। তিনি ১৯৯০ সালে আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চবিদ্যালয় হতে ১ম বিভাগে এস.এস.সি, ১৯৯২ সালে চট্টগ্রাম সরকরি কলেজ হতে ১ম বিভাগে এইচ.এস.সি এবং ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমী হতে ১ম বিভাগে বি.এস.সি (নটিক্যাল সাইন্স) ডিগ্রী অর্জন করেন। তাছাড়া তিনি ২০১৭ সালে নৌপরিবহন অধিদপ্তরের অধীনে ডেক অফিসার ক্লাস-১ (মাষ্টার মেরিনার) সার্টিফিকেট অর্জন করেন।

          ক্যাপ্টেন আতাউর রহমান বাংলাদেশ মেরিন একাডেমীর ২৯তম ব্যাচের একজন ক্যাডেট অফিসার। তিনি ১৯৯৫ সালে কন্টিনেন্টাল লাইনার এজেন্সী বাংলাদেশের এম.ভি কন্টিনেন্ট-১ নামক সমুদ্রগামী জাহাজে ক্যাডেট অফিসার হিসাবে চাকুরি জীবন শুরু করেন। অতঃপর তিনি সার্টিফিকেট অব কম্পিটেন্সী পরীক্ষার মাধ্যমে থার্ড অফিসার, সেকেন্ড অফিসার এবং চীফ অফিসার হিসাবে বিভিন্ন কোম্পানীর ১৩টি সমুদ্রগামী জাহাজে চাকুরি করেছেন। তাছাড়া তিনি সরকারি চাকুরিতে যোগদান করার পর সরকারি বিভিন্ন ইন্সটিটিউট/প্রতিষ্ঠান হতে বিভিন্ন শর্ট কোর্সে অংশগ্রহণ করে সার্টিফিকেট অর্জন করেন। তিনি সরকারি চাকুরিতে যোগদান করে চীন ও যুক্তরাজ্য ভ্রমণ করেন। তিনি ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের জন্য সিমুলেটর সংগ্রহ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন এবং প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করেছেন। এছাড়া তিনি আন্তর্জাতিক রেটিংধারী একজন দাবাড়ু এবং সাবেক জাতীয় দাবা খোলোয়াড়।

 

          ক্যাপ্টেন আতাউর রহমান ও মিসেস নুসরাত জাহান দম্পতির ২জন কন্যা সন্তান রয়েছে।